বাংলার বক্স অফিসে ইতিহাস তৈরী করেছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)। গত ১৪ আগস্ট বড়পর্দার মুক্তি পেয়েছে ‘দেশু’ জুটির এই ছবি। আর মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজ করেছে ‘ধূমকেতু’।

মুক্তির প্রথম সপ্তাহেই ২০ কোটি পার করে ফেলেছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’। মুক্তির প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল।

চারদিনে প্রায় ১০ কোটির বেশি টাকা ঘরে তোলে এই ছবি। আর মুক্তির মাত্র এক সপ্তাহেই ১৫.২৪ কোটি টাকা আয় করেছে ‘ধূমকেতু’। দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান ছবির সাফল্যের খতিয়ান। পাশাপাশি ছবির প্রযোজক প্রযোজক রানা সরকার ‘ধূমকেতু’র এখনও পর্যন্ত মোট আয়ের খতিয়ান তুলে ধরে দীর্ঘ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রযোজক রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে বাংলা সিনেমাকে শো দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশের ফলে আজ প্রমাণিত হল সারা বাংলা জুড়ে একটা বাংলা সিনেমা যা ব্যবসা করতে পারে সেটা ন্যাশনাল মাল্টিপেক্সের থেকে অনেক গুণ বেশি।

সবার ওপরে দর্শকের আশীর্বাদ। ‘ধূমকেতু’ যে ইতিহাস তৈরি করল সেটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেকগুণ এগিয়ে দিল।’ মুক্তির মাত্র কয়েকদিনেই ২০ কোটির ব্যবসা করে ফেলেছে দেব-শুভশ্রীর ছবি ‘ধূমকেতু’।

এখন দেখার শেষমেশ কত কোটি টাকার ব্যবসা করে এই ছবি।
News22online
News22online 7980852530
https://shorturl.fm/g05yr