নিগমানন্দ ঠাকুর : গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল সিএবি আয়োজিত কলকাতার ক্রিকেটারদের নাম নথিভুক্তকরণ । ওইদিন শতাব্দী প্রাচীন কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের খেলোয়াররা নাম নথিভুক্ত করেন । কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ময়দানে এক ঐতিহ্যবাহী ক্লাব ও একইসঙ্গে আরেক ঐতিহ্যবাহী ক্লাব কালীঘাটের সঙ্গে টেন্ট এর সহাবস্থান ।
ওইদিন সকাল থেকেই ক্লাব টেন্ট থেকেই কলকাতা ইউনিয়ন স্পোর্টিংয়ের খেলোয়ারদের নিয়ে কর্ম কর্তারা একসাথে গাড়ি করে কলকাতার ইডেন গার্ডেনে পৌঁছে যান । বিভিন্ন ক্লাব প্রতিনিধিরাও সঙ্গে থাকেন । পাইকপাড়া শ্যামবাজার, কুমারটুলি সহ অন্যান্য ক্লাবের খেলোয়াড়ের ঐদিন সই করেন ।

বড় বড় ক্লাবের খেলোয়াড়দের এইদিন সই করানো হয়নি । কারন, বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে এই মুহূর্তে অনেক খেলোয়াড় বাংলার বাইরে আছেন ।
News22online
Reporting By N. N. Thakur 9830146002
News22online 7980852530