সুমনা আদক, স্কটল্যান্ড : ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশন (ইউ কে বি সি) আয়োজিত “বঙ্গ সংস্কৃতি” এবছর ৫ম বর্ষে পদার্পণ করলো । বিরাট পরিকল্পনার সুন্দর আয়োজন সবই রয়েছে বাকি শুধু কয়েকটা দিন ।

ইংল্যান্ড-এর রেজিস্ট্রি চ্যারিটি অর্গানাইজেশন ইউ কে বি সি তথা ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশন প্রতি বছর নিজেদের বাৎসরিক আয় ব্যায়ের হিসাব নিয়ে দায়বদ্ধ রয়েছে সে দেশের ইংল্যান্ড সরকারের কাছে ।

কর্মসূত্রে ইউ কে তে বসবাস করেও নিজের সংস্কৃতি তীক্ষ্ণ আত্মসম্মানের ছন্দ নিয়ে পথ চলার আনন্দে মেতেছে ব্রিটেনের বাঙালি সমাজ ।

এককথায় নির্ভেজাল বাঙালিয়ানা সাবেকি অথচ দেখতে আধুনিক যেন কলকাতা মিশেছে গোটা ভারতবর্ষে ।

বাঙালি রয়েছে অথচ খাওয়া দাওয়া, অভিনয় আড্ডা হবেনা সেটা ভাবলে একদম ভুল হবে । এছাড়া কেনাবেচা তর্ক বিতর্ক খেলাধুলাও চলবে জমিয়ে ।

ইউনাইটেড কিংডমের প্রকৃতির সাথে তালমিলিয়ে বেড়ায় সেদেশের রুচি আনন্দ, সেটা বাঙালি হোক কিংবা বিদেশী, নিজের সভ্যতাকে আরেকটু উজ্জ্বল করে আঁকড়ে ধরা । ছোট্ট করে বলা চলে “আমি” থেকে “আমরা” এটাই ইউ কে বি সি কমিউনিটির মূল লক্ষ্য ।

এতকাল বাঙালির মাতামাতি ছিল আমেরিকার বঙ্গ সম্মেলন নিয়ে, ইংল্যান্ড-এর বাঙালিরাও দেখিয়ে দিলো আদতে নিজের সংস্কৃতিকে ভালোবাসলে তাকেও উপভোগ করা যায় নিজের মতো করে ।

২০১৮ এর ৭ ফেব্রুয়ারী যেমনি ভাবা তেমনি কাজ । ২০১৯ এ মিললো ছাড়পত্র ইউ কে বি সি হয়ে গেলো “আমরা বাঙালি ।

” ২০২১ থেকে শুরু হলো পথচলা, দেখতে দেখতে ৫ বছরে পা দিল এই আয়োজন । এমনকি কোভিডকালেও ছিল ভার্চুয়াল অনুষ্ঠান, সংস্থার ৫৪ জন সদস্যই উপস্থিত ছিল সেদিনের সেই ঠিন সময়েও । অনেকে হয়তো জানতে চান
ইউ কে বি সি’র আয়ের উৎস কোথায় থেকে ? এখন স্পনসর, চ্যারিটি, টিকিট ভাড়া আপাতত এগুলোই রয়েছে । আগামী দিনে বিশেষ কিছু পরিকল্পনাও ভাবা হয়েছে ।

২০২৫ আগস্টের শেষে এবছর ইউ কে বি সি নিয়ে উৎসাহী সেদেশের বাঙালিদের সঙ্গে অন্য দেশের প্রবাসীরাও, ইংল্যান্ডের বিশিষ্টরাই এই কর্মকান্ডকে ধরে রেখেছেন বিগত বছরগুলো থেকে । লন্ডন, স্কটল্যান্ড হয়ে এবছরের অনুষ্ঠানস্থল বার্মিংহ্যাম । কলকাতা থেকে রয়াল কোনজারভেটরি বার্মিংহামের বঙ্গ সম্মেলনকে গানের তালে মাতাতে আসছেন মনোময়, ময়ূরী, ত্রিজয়, ঋদ্ধি, অরুণাশিস, সঙ্গবর্তী ।

ক্ষীর সুধা বুটিকের শাড়ি থেকে জুয়েলারি সবই থাকবে নজরকারা । দু’দিনের অনুষ্ঠান নিয়ে ইউ কে বি সি’র সদস্যরা এখন খুবই ব্যস্ত ।

সত্যিইতো একালের প্রজন্মের মধ্যে ভালোবাসা না জন্মালে তাকে আগলে রাখা কেমন করেই বা সম্ভব । বাঙালি পারে নিজের সবটুকু দিয়ে সভ্যতাকে আগলে রাখতে । বাঁচিয়ে রাখতে চায় নিজের সন্ধানকে নিজের দেশ ভারতবর্ষকে । ইউ কে বি সি করে দেখালো “আমি” থেকে “আমরা” হয়ে ।

News22online
Reporting Byt N. N. Thakur 9830146002
News22online 7980852530