২৭ বছর পূর্বে ১৯৯৮ সালের ২৭ মার্চ মুক্তি পেয়েছিল সালমন খান ও কাজল অভিনীত ছবি “প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’’ । এই দু’জন ছাড়াও সেই ছবিতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র ও আরবাজ খান ।

এই দু’ই অভিনেতা ২৭ বছর পর আবার একসঙ্গে ছবি করতে চলেছেন । ধর্মেন্দ্র ও আরবাজ খান অভিনীত এই ছবিতে শিল্পী নির্বাচনে যেমন চমক আছে তেমনই চমক আছে ছবির নামের মধ্যেও । কারণ ছবির নাম “ম্যায়নে পেয়ার কিয়া ফির সে’’ ।

পারিবারিক ও থ্রিলারের মিশ্রণে নির্মিত এই ছবিটি প্রযোজনা করছেন “পার্ল গ্রুপ অফ কোম্পানি”-র সিএমডি এবং “সিনেবাস্টার ম্যাগাজিন প্রাইভেট লিমিটেড”-এর কর্ণধার রনি রডরিগস । ছবির অন্যতম গীতিকার স্বয়ং প্রযোজক ।

গত ৬ জুন শুক্রবার রাত্রে মুম্বাইয়ের পাঁচতারা হোটেল “হোটেল সাহারা স্টার”- এ বলিউড তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ছবির শুভ মহরৎ । উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র, আরবাজ খান, রাজপাল যাদব, বিদ্যা মালভাড়ে, দিলীপ সেন, গণেশ আচার্য, কঙ্গনা শর্মা, সুধাকর শর্মা, বিজয় মাদায়ে, চিতা যজ্ঞেশ শেঠি প্রমুখ । এছাড়াও ছিলেন ব্রাইট আউটডোর মিডিয়া লিমিটেডের যোগেশ লাখানি এবং সোনু বাগগড় সহ বিখ্যাত ব্যক্তিত্বরা ।

“ম্যায়নে পেয়ার কিয়া ফির সে’’-র মহরৎ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে দু’জন শিশুর জন্মদিনকে কেন্দ্র করে । তারা হলো প্রযোজক রনি রডরিগসের যমজ পুত্র চার্লস এবং ক্যাডেন । তাদের ১১তম জন্মদিন আনন্দের সঙ্গে উদযাপন করা হলো মহরতের অনুষ্ঠান মঞ্চে ।

ধর্মেন্দ্র ছবি প্রসঙ্গে জানান, “‘ম্যায়নে পেয়ার কিয়া ফির সে’ স্বাদে এবং বিনোদনে ভরপুর একটি ‘মিক্স ভেজ’-এর মতো ছবি হতে চলেছে । রনি রডরিগস এবং তার পুরো টিমকে আমার শুভেচ্ছা । এর আগে ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে আরবাজ খানের সঙ্গে কাজ করে আমার খুব ভালো সময় কেটেছে এবং এই নতুন ছবির জন্য আমি উত্তেজিত ।”

অন্যদিকে ধর্মেন্দ্রের সাথে আবার কাজ করার কথা বলতে গিয়ে আরবাজ খান বলেন, “ধরমজীর সঙ্গে সেটে ফিরে আসাটা সম্মানের ।

তিনি নিজেই একটি প্রতিষ্ঠান এবং আমাদের যাত্রা এখন যেন পূর্ণ বৃত্তে পৌঁছে গেছে । আমি রনি রডরিগস এবং পুরো কাস্ট এবং ক্রুকে শুভকামনা জানাই । রনির ছেলেরাও এই ছবির অংশ এবং আমি গল্প, চরিত্র এবং চিত্রনাট্য নিয়ে উত্তেজিত ।”

“পিবিসি মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেড”-এর প্রযোজনার নির্মিত এবং সাবির শেখ পরিচালিত এই ছবিটির সহযোগী প্রযোজক কীর্তি কদম । কাহিনীকার নিসার আখতার, সঙ্গীত পরিচালক দিলীপ সেন – সমীর সেন, চিত্রগ্রাহক নওশাদ পার্কার, অ্যাকশন পরিচালক মোহন বাগগড়, কার্যনির্বাহী প্রযোজক হিমাংশু ঝুনঝুনওয়ালা এবং কাস্টিং ডিরেক্টর হিসেবে রয়েছেন একতা জৈন । ছবিটির শ্যুটিং শীঘ্রই শুরু হবে এবং এই ২০২৫ সালের নভেম্বরেই সিনেমা হলে মুক্তি পাবে “ম্যায়নে পেয়ার কিয়া ফির সে’’ ।

ওইদিন রাত্রে হোটেলে অনুষ্ঠিত মহরৎ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে উদিত নারায়ণের মধুর কণ্ঠে পরিবেশিত “ম্যায়নে পেয়ার কিয়া ফির সে’’ ছবিটির একটি গানে । তাঁর কণ্ঠ দর্শকদের মুগ্ধ করে । ওই দিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একতা জৈন ।

News22online
প্রতিবেদক N. N. Thakur 9830146002
News22online 7980852530