চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন দর্শকদের “আতঙ্ক” ছড়িয়ে ১৯৮৬ সালে । একই বছরে “অমর বন্ধন” ও “বৌমা” ।

সেই শুরু শতাব্দী রায়ের । সাফল্যের হাত ধরে অভিনেত্রী থেকে নায়িকা তারপর পরিচালক । চলচ্চিত্র জগতে শতাব্দী রায়ের এই সাফল্যের দৌড় সাময়িক বিরতি নিয়েছিল ২০১৮ সালে “বিজলী” ছবির পর ।

সাত বছরের বিরতির পরে নায়িকা শতাব্দী রায় ফিরলেন ২০২৫ সালে “বাৎসরিক”-এর হাত ধরে । আর তারপরই এলেন, দেখলেন ও জয় করলেন দর্শকদের মন ।

গত ৬ জুন, ২০২৫ মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত “বাৎসরিক” । বাৎসরিক শব্দের সহজ সরল বাংলা মানে এক বছর ।

তবে প্রায় প্রতি বছরেই মুক্তি পায় নিউইয়র্ক ফিল্ম আকাদেমির প্রাক্তন ছাত্র মৈনাকের নতুন ছবি । মূল চরিত্রের জন্য মাত্র তিনজন পরিচিত মুখের শিল্পীকে নিয়ে তিনি যে ছবি দর্শকদের উপহার দিয়েছেন তা এককথায় অনবদ্য ।

অন্যদিকে এতবছর পরে শতাব্দী রায় ছবির জগতে ফিরে এলেন একটা ভালো গল্পের হাত ধরে ।

তিনি ছাড়াও অন্য দু’টি প্রধান চরিত্রে আছেন ঋতাভরী চক্রবর্তী ও ঈশান মজুমদার ।

শুভজিৎ মণ্ডল প্রযোজিত “বাৎসরিক” দেখতে দ্বিতীয় সপ্তাহেও সিনেমা হলে দর্শকদের ভিড় দেখে মনে হচ্ছে আগামী বেশ কয়েক সপ্তাহ এই বাংলা ছবি দর্শকরা উপভোগ করবেন ।
ছবি সৌজন্য : সৌমিত্র মৌলিক ।

News22online
প্রতিবেদক N. N. Thakur 9830146002
News22online 7980852530