একজন নায়কের সঙ্গে একজন নায়িকার জুটি টলিউড ও বলিউড অনেক দেখেছে । একইভাবে একজন পরিচালকের সঙ্গে একজন অভিনেতার জুটিরও বেশ কিছু দৃষ্টান্ত আছে বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতে । টলিউডে দৃষ্টিপাত করলে দেখা যায় পরিচালক ও অভিনেতার মধ্যে উল্লেখযোগ্য জুটির মধ্যে আছে সত্যজিৎ রায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপায়ের জুটি, স্বপন সাহা’র সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটি, প্রভাত রায়ের সঙ্গে ভিক্টর ব্যানার্জীর জুটি এবং আরো উল্লেখযোগ্য জুটি ছিল অঞ্জন চৌধুরী’র সঙ্গে রঞ্জিত মল্লিকের জুটি ।

বর্তমান সময়ে চোখে পরছিল পরিচালক শ্যামল বোসের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জুটি ।

শ্যামল-সৌমিত্র’র এই জুটির শুরু ২০১৪ সালে যখন পরিচালক শ্যামল বোস সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ‘’অন্তিমযাত্রা’’ ছবিটি তৈরী করেন । গত ৯ মে, ২০২৫ সৌমিত্রকে নিয়ে শ্যামল বোসের ‘‘ভালবাসা ডট কম’’ মুক্তি পেয়েছে যেটি এই জুটির ১১ নম্বর ছবি । জুটির তৈরী শেষ তথা ১২ নম্বর ছবি ‘’শিক্ষা’’ মুক্তি পাবে আরও কয়েক মাস পরে ।

“ভালোবাসা ডট কম” মূলত প্রেমের ছবি । প্রেমের ছবিতে যেমন বিভিন্ন ধরনের মশলা থাকে এখানেও সেটা পরিচালক রেখেছেন । তিন প্রজন্মের এই প্রেমের কাহিনীতে এছাড়াও আছে পারিপার্শ্বিক বেশ কিছু চরিত্র । লেখার মধ্যে সব চরিত্র উন্মোচিত করলে ছবি দেখার আনন্দ অনেক সময় নষ্ট হয়ে যায় ।

শ্যামল বোসের কাহিনী ও পরিচালনায় “ভালোবাসা ডট কম” ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন দীপঙ্কর দে, রাজেশ শর্মা, দীপ চ্যাটার্জী, মেহারিমা, সঙ্গীতা দাস, সুচরিতা সাধুখাঁ, শুভাশীষ পাল, হিমাদ্রী কুণ্ডু, কনিকা অধিকারী এবং পরিচালক শ্যামল বোস স্বয়ং ।

পি রায় ও শ্যামল বোস প্রযোজিত এই সিনেমার চিত্রগ্রাহক ছিলেন শুভাশীষ গোল এবং সম্পাদনায় ছিলেন সুদীপ্ত । ছবির সঙ্গীত পরিচালনায় ছিলেন শুভেন্দু অধিকারী, সুজিত সাহা ও কস্তুরী সাহা । তাঁদের সুরসৃষ্টিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আরাত্রিকা সিংহ, অনিন্দিতা চ্যাটার্জী, সায়ন ধর ও কস্তুরী সাহা ।

এই ছবির মুক্তির দিনেই টলিউডে মুক্তি পেয়েছে বড় বাজেটের অন্য একটি ছবি । বাজেটের বিস্তর ফারাক থাকলেও “ভালোবাসা ডট কম” দর্শকদের মন করেছে কারণ বাংলায় একটা প্রবাদ বাক্য আছে “পুরোনো চাল ভাতে বাড়ে” । আর এই ছবিতে সেই পুরোনো চালটির নাম হচ্ছে স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় ।

News22online
প্রতিবেদক N. N. Thakur 983014602
News22online 7080852530