News 22 Online

“নাটকওয়ালা কলকাতা”-র বিংশতি বর্ষপূর্তি অনুষ্ঠান

“নাটকওয়ালা কলকাতা”-র বিংশতি বর্ষপূর্তি উদযাপনের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সম্পন্ন হল নিরঞ্জন সদনে । ২২ মার্চ, অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় নাটকওয়ালা কলকাতার শ্রুতিনাটক এবং দ্বিতীয় পর্যায়ে মঞ্চস্থ হয় “রূপাঙ্গন ফাউন্ডেশন”- এর নাটক বিধর্মী । প্রথম অর্ধে নাটকওয়ালা কলকাতার নিবেদনে ছিল, বনানী মুখোপাধ্যায়ের তিনটি ভিন্নধর্মী শ্রুতি নাটক । প্রথম নাটক ”ফুলশয্যা”র নাট্যপাঠে ছিলেন সুস্মিতা চক্রবর্তী ও শ্যামলকুমার চক্রবর্তী । দ্বিতীয় নাটক ”নষ্ট চাঁদ” শ্রুতি নাটক পরিবেশনে ছিলেন সৌভিক গুপ্ত ও সুস্মিতা চক্রবর্তী । তৃতীয় উপস্থাপনায় ছিল শ্রুতি নাটক ”ভূত ভবিষ্যৎ” । অংশগ্রহণে ছিলেন অনিন্দ্য সরকার, তনুকা চ্যাটার্জী ও শ্যামলকুমার চক্রবর্তী ।

এরপর মঞ্চস্থ হয় “বিধর্মী” নাটকটি । বিনায়ক, উমাপতির দত্তক পুত্র । কিন্তু সে তা জানেনা । উমাপতি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার । বিনায়ক হিন্দু মৌলবাদের সমর্থক । ঘটনাক্রমে সে সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়ে ও পুলিশের গুলিতে নিহত হয় । নাটকের শেষ দৃশ্যে প্রকাশ পায় বিনায়কের আসল পরিচয় । ধর্মের থেকে প্রাণের মূল্য অনেক বড় । নাটকের মূল ভাবনা হিসেবে উঠে আসে এই বিষয়টি । নাট্যকার সব্যসাচী সেনগুপ্ত । নির্দেশনায় ছিলেন শিবাজী সেনগুপ্ত । নাটকের আবহ করেন সুজিত হালদার । অভিনয়ে ছিলেন উমাপতি (মলয় চ্যাটার্জী), পারু (সুবর্ণা দাস), বড় বিনায়ক কৃষিভ ঘোষ, ছোট বিনায়ক (উজান সরকার), আইবি অফিসার অশেষ (রাজু দাস), পুলিশ অফিসার দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ ।

News22online

Repoting By N. N. Thakur 9830146002

News22online 7980852530

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *