বিশিষ্ট তবলাবাদক হিন্দোল মজুমদার তাঁর মায়ের স্মৃতিতে প্রতিবছর শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন । বিগত ১৭ বছর ধরে তিনি তাঁর মায়ের প্রয়াণের দিনে এইভাবেই অনুষ্ঠান করে চলেছেন । যেমন হলো গত ২৬ ফেব্রুয়ারী কলকাতার রোটারি সদনে একটি শাস্ত্রীয় সন্ধ্যার মাধ্যমে ।
ওইদিন অনুষ্ঠানের প্রথম শিল্পী ছিলেন সেনিয়া-মাইহার ঘরানার তরুণ সরোদবাদক সিরাজ আলি খান । শুরু করেন হেমবেহাগ রাগে আলাপ – জোড় ও ঝালা, তারপর পাহাড়ি ঝিঁঝিটে তিন লয়ে গত । সওয়াল – জবাবে ভালো লাগান । শেষে ছিল মিশ্র কাফির পরিবেশনা । তবলায় ছিলেন হিন্দোল মজুমদার । পরবর্তী শিল্পী পণ্ডিত অমরেন্দ্র ধ্যানেশ্বর কণ্ঠ নিবেদনে রাগ শংকরা পরিবেশন করেন । দিনটি ছিল মহা শিবরাত্রি, শিল্পী হয়ত সে কারণেই এই পরিবেশন করেন । তারপর কাফি রাগাশ্রিত “ভোলানাথ দিগম্বর” এবং শেষে গাইলেন শোরি মিঁয়ার টপ্পা । তাঁকে সহযোগিতা করেন রাজনারায়ণ ভট্টাচার্য (তবলা) এবং কমলাক্ষ মুখার্জি (হারমোনিয়াম) ।

এটাওয়া ঘরের তরুণ প্রজন্মের অগ্রগণ্য সেতারশিল্পী উস্তাদ শাকির খান এবার আসরে আসেন এবং বাগেশ্রী রাগ পরিবেশন করেন । এই উপস্থাপনায় তবলা সহযোগ দেন হিন্দোল মজুমদার । অনুষ্ঠানের অন্তিম লগ্নে ছিল বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী ও গুরু বিদুষী লুনা পোদ্দারের নৃত্যপর্ব । শিবস্তুতি দিয়ে সূচনা করেন । তারপর ছিল ত্রিতাল আধারিত নৃত্য (সঙ্গীত – জয়ন্ত ব্যানার্জী)। তাঁর সহশিল্পীরা ছিলেন – সুবীর ঠাকুর (তবলা), জয়ন্ত ব্যানার্জি (সেতার), মধুকা দত্ত (বোল-পরন্ত) ।
News22online
প্রতিবেদক N. N. Thakur 9830146002
নিউজ টুয়েন্টি টু অনলাইন