News 22 Online

ফিল্মালয়ে দেব মুখার্জী’র স্মরণ সভা

গত ১৪ মার্চ, ২০২৫ হোলির দিনে মুম্বাই শহরে প্রয়াত হন রানি-কাজলের কাকা তথা পরিচালক অয়ন মুখার্জী’র বাবা অভিনেতা দেব মুখার্জী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর ।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি ।

গতকাল ১৮ মার্চ মুম্বাই শহরের আন্ধেরী (পশ্চিম) অঞ্চলে “ফিল্মালয় স্টুডিও”-র স্টেজ টু’তে দেব মুখার্জী’র স্মরণ সভায় মুখার্জী পরিবারের সকলের সঙ্গে উপস্থিত ছিলেন জীতেন্দ্র, জ্যাকি শ্রফ, রণবীর কপূর, অনু মালিক, ইলা অরুণ সহ বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালক ।

News22online

Reporting By N. N. Thakur 9830146002

News22online 7980852530

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *