মুম্বাই, ২২ ফেব্রুয়ারী : এযেন পুরোনো চাল ভাতে বাড়ে । অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের ক্রিকেট ম্যাচ “ইন্টারন্যাশনাল মাস্টারস্ লীগ” এবছর অনুষ্ঠিত হচ্ছে মুম্বাই (নবি মুম্বাই) শহরের ডক্টর ডি ওয়াই পাটিল স্পোর্স আকাদেমির মাঠে । ভারতীয় দলে খেলছেন শচীন তেণ্ডুলকর, যুবরাজ সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানরা ।

আজ ২২ ফেব্রুয়ারী খেলা চলছে ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা দলের । তারকা ক্রিকেট দলের এই খেলা দেখতে আজ মাঠে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কুমার শানু, সেলিব্রেটি ভয়েস ট্রেনার সুমন ব্যানার্জী প্রমুখ বিশিষ্টরা ।
News22online
Reporting By N.N. Thakur 9830146002
News22online 7980852530