মলের সঙ্গে রক্ত পড়া কোলন বা রেকটাল ক্যান্সারের লক্ষণ হতে পারে।তবে, অন্যান্য কারণেও এই সমস্যা হতে পারে |

ড: সৌমেন দাস, এইচ ও ডি, সার্জিকাল অঙ্কোলজি, সিনিয়র কনসালটেন্ট, এনসিআরআই হসপিটাল
রজতবাবু এসেছিলেন পায়খানার পথে ঘা এবং দৈনিক রক্তপাত নিয়ে। কিছুদিন ধরে তাঁর শরীরের ওজন কমে যাচ্ছিল। সব রকম পরীক্ষার পর দেখা যায় তিনি রেক্টাম ক্যান্সারে আক্রান্ত। রেক্টাম ক্যান্সার বলতে সাধারণত মলদ্বারের ক্যান্সারকে বোঝায়। কখনো কখনো আবার অ্যানালক্যানাল ও কোলোরেক্টাল ক্যান্সারকেও বোঝায়।

সারা পৃথিবীতে যত রকমের ক্যান্সার আছে তার মধ্যে লাংস এর পর কোলোরেক্টাল ক্যান্সারই মারাত্মক। এই ক্যান্সারকে মারাত্মক বলা হয় কারন পৃথিবীতে ক্যান্সারে যত রোগী মারা যায় তার মধ্যে বৃহত্তম কারণ এই ক্যান্সার।

৫০বছর বয়সের পরে প্রতি একশো জনের মধ্যে দুজন এই ক্যান্সারে আক্রান্ত হয়। মলাশয়ের ক্যান্সার বলতে পায়ুপথের ক্যান্সার নির্দেশ করে।
কারনগুলো কি কি ?

ফাস্টফুড, অতিরিক্ত খাসি বা গরুর মাংস, চর্বি জাতীয় জিনিস খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, ময়দা বা ময়দার তৈরী জিনিস বেশি খাওয়া, কম সবুজ শাকসবজি ও ফল গ্রহণ করলে রেক্টাম ও কোলনের ক্যান্সার হবার সম্ভবনা অনেক বেড়ে যায়।

উপসর্গগুলো হলো পায়খানার সাথে রক্তপাত, কালো পায়খানা, এছাড়া পায়খানার রাস্তায় দীর্ঘস্থায়ী ঘা,

ব্যাথা, পায়খানা ধরে রাখার ক্ষমতা হারিয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, পেটে জল জমা। আগে এই ধরণের রোগে প্রথমে সার্জারি করে পুরোটা বাদ দিয়ে পায়খানার রাস্তাকে ঘুরিয়ে দেওয়া হতো।

রেকটাল ক্যান্সারের লক্ষণ
- মলদ্বার থেকে রক্তপাত
- টয়লেট পেপারে উজ্জ্বল লাল রক্ত
- টয়লেট বাটিতে লাল বা গোলাপী জল

- অন্ত্রের অভ্যাসের পরিবর্তন
- ক্রমাগত ডায়রিয়া
- কোষ্ঠকাঠিন্য
- অসম্পূর্ণ অন্ত্র খালি হওয়ার অনুভূতি
- পেটে ব্যথা, ক্র্যাম্পিং, অস্বস্তি

কোলন ক্যান্সার
- কোলন ক্যান্সারকে বড় অন্ত্রের ক্যান্সার বা বড় অন্ত্রের ক্যান্সারও বলা হয়

- কোলনের যেকোনো অংশ ক্যান্সারে আক্রান্ত হতে পারে

আধুনিক বিশ্বে আগে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিয়ে রোগটাকে ছোট করে নিয়ে অপারেশন করা হয়। রেক্টাম ক্যান্সারে সার্জারির মতো কেমোথেরাপি ও রেডিওথেরাপি দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখা দরকার পায়খানা করার সময় ব্যাথা, রক্তপাত সব সময় সেটা অর্শের কারনে নাও হতে পারে। ক্যান্সার সার্জনের পরামর্শ মতো সিটি স্ক্যান ও বায়োপসির মতো কিছু পরীক্ষা করে নিজেকে নিশ্চিন্ত করুন যে আপনি ক্যান্সারমুক্ত।
News22online
News22online 7980852530
resumes for software engineers resume civil engineer fresh graduate
What’s up it’s me, I am also visiting this website
regularly, this web page is genuinely pleasant and the people are in fact sharing good thoughts.
https://213gvd.com
https://735hyt.com