News 22 Online

ফেডারেশনের বিরুদ্ধে মামলা পরিচালকদের

এবার ফেডারেশনের সঙ্গে ডিরেক্টরস গিল্ডের সংঘাত চরম পর্যায়ে পৌঁছালো। বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজের দূষিত পরিবেশের অভিযোগে ফেডারেশন এর বিরুদ্ধে শেষ পর্যন্ত কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে মামলা রুজু করল।
ডিরেক্টরস’ এসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (ডি এ আই) ।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছে পরিচালকদের সংগঠন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, ইন্দ্রনীল রায় চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য প্রমূখ।

প্রসঙ্গত, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে পরিচালক গিল্ডের সঙ্গে সেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম সংঘাত বাঁধে। সেই সময়ে পরিচালকেরা কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন, যা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপে উঠে যায়। ওই সময়েই ফেডারেশনের নিয়মাবলী পর্যালোচনার জন্য মুখ্যমন্ত্রী একটি কমিটি করেন। সেই কমিটিতে ছিলেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাস।

বলা হয়েছিল, ইন্ডাস্ট্রির কলাকুশলী, প্রযোজক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে একটা রিপোর্ট তৈরি করবে এই কমিটি। নভেম্বরে সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা। ডি এই আই- এর সম্পাদক সুদেষ্ণা রায় বললেন, ” ডিরেক্টরস’ গিল্ড গত ১০ ই আগস্ট সেই কমিটির সদস্যদের কাছেই ই-মেল মারফত জানতে চায়, কার্যক্রম কতটা এগিয়েছে। প্রত্যুত্তরে আমরা জানতে পারি, এই কমিটির এখনো নোটিফিকেশন হয়নি। অক্টোবরে আমাদেরই ই-মেলের জবাবে গৌতম ঘোষ জানান, প্রশাসনিকভাবে কমিটির তখনও নোটিফিকেশন হয়নি। তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ৩ মাসে কমিটি- ই তৈরি হলো না! আইনি পথ ছাড়া আর কোন রাস্তা খোলা নেই আমাদের কাছে। এই তিন মাসে আমরা ফেডারেশনের দুর্নীতি নিয়ে যে রিপোর্টটি তৈরি করেছিলাম, তার ভিত্তিতেই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে মামলা দায়ের করেছি।”

এদিনের বৈঠকে উপস্থিত পরিচালকেরা দাবি করেছিলেন, এই আন্দোলন ফেডারেশনের সঙ্গে পরিচালকদের নয়। এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঁচানোর লড়াই। তাদের পরিসংখ্যান বলছে, গত বছর ১৩৭টি বাংলা ছবি তৈরি হয়েছিল। এই বছর মাত্র ৩৪টি ছবি তৈরি হয়েছে। এর পেছনে নির্মাতারা দায়ী করছেন ফেডারেশনের অসহযোগিতাকে। নানা উপায় ফেডারেশনের চাপিয়ে দেওয়া শর্তই বাংলা ইন্ডাস্ট্রিকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে বলে মত তাদের। এ প্রসঙ্গে একটি উদাহরণ টেনে পরিচালক অনির্বাণ ভট্টাচার্য বললেন, ” ৭১ জনের একটি ইউনিট নিয়ে শুটিং হওয়ার কথা একটি নির্দিষ্ট দিনে। তার মাত্র দুদিন আগে ফেডারেশন জানিয়ে দিল, একটি উৎসবের জন্য ওই দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অগত্যা ইউনিটের সকলের উপরেই বিশাল চাপ পড়ে গেল। “

শিল্পীর কথার রেস টেনে পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রশ্ন, ” আজকাল বাংলা ছবির শুটিং বিদেশে হচ্ছে না কেন? কারণটা ফেডারেশনের নিয়ম মত 19 জনের টিম নিয়ে বিদেশে যেতে হবে।
এই টিম দুটির বেশি ছবি করতে পারবে না। প্রযোজক দুটির বেশি ছবি করতে চাইলে নতুন ১৯ জন কলা কৌশলী নিতে হবে। কলা কৌশলের কলটাইম টলিগঞ্জ থেকেই ধার্য করা হয়। কিন্তু ভারতের ধার্য করা হয়।”

ফেডারেশন কাজ দেওয়ার নাম করে অযোগ্য কর্মীদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছেন বলে অভিযোগ করলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

ফেডারেশন এবং পরিচালকদের এই তরজা কয়েকটি প্রশ্ন তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর স্থির করে দেওয়া কমিটির কোনো কাজ বাস্তবায়িত না হওয়া এই কমিটির সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছে। সবটাই কি কর্ম বিরতি বন্ধ করার জন্য করা হয়েছিল? পরিচালকদের করা মামলার প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে।

তিনি বললেন, ” কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমাদের সকলেই খুব ব্যস্ত এখন। পরিচালকেরা একটা সাংবাদিক বৈঠক করেছেন বলে শুনেছি। কিন্তু ওদের বক্তব্য এখনো বিশদে জানতে পারিনি। সবটা ভালো করে শুনে নিজেদের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত ঠিক সময় জানাব।”

News22online

Reporting By EYE

নিউজ টুয়েন্টি টু অনলাইন 7980852530

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *