News 22 Online

হরর ছবিতে প্রথমবার ‘কৃতি শ্যানন’।

লোক কাহিনী নির্ভর ভৌতিক ঘরানার কমেডি ছবি এখন বলিউডের ট্রৈন্ড। সেদিকে নজর রেখেই এবার হরর কমেডি জরের একটি ছবির পরিকল্পনা করছে পরিচালক- প্রযোজক আনন্দ এল রাইয়ের প্রযোজনা সংস্থা।

কৃতি স্যানন আনন্দ এল রাই প্রযোজিত একটি হরর কমেডিতে এসেছেন। সূত্রের মতে, ছবিটির অস্থায়ী শিরোনাম “নয়ি নাভেলি”।

স্বাদ এবং নয়ি নাভেলি ধারায় একটি সম্পূর্ণ নতুন স্বাদ প্রবর্তন করবে। কৃতি ছবিটিতে তার চরিত্রটি অন্বেষণ করার বিষয়েও উচ্ছ্বসিত এবং এই লোককাহিনীটি দর্শকের উপর কীভাবে উন্মোচিত হয় তা তিনি পছন্দ করেন।

ছবিতে মুখ্য চরিত্রে থাকার কথা কৃতি শ্যাননের। ছবির নাম “নয়ি নভেলি”। ভূতের ছবিতে আগে কাজ করেনি কৃতী। সে কারণেই নাকি এই ছবি নিয়ে ভীষণ উৎসাহী অভিনেত্রী।

“প্রি-প্রোডাকশনের কাজও জানুয়ারির মধ্যে শুরু হবে।বছরে মাঝামাঝি সুট শুরু হতে পারে ছবিটির। তবে এ ছবির পরিচালনার দায়িত্বে ও অন্যান্য চরিত্রে কারা থাকবেন তা এখনো প্রকাশ্যে আনতে চান না নির্মাতারা।

আনন্দের পরিচালনায় আরও একটি ছবি “তেরে ইশক মে”- তেও কাজ করার কথা রয়েছে কৃতির।

“রাঞ্ঝানা” র সিক্যুয়েল এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা ধনুষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রোমান্টিক একশন ঘরানার সে ছবির টিজার।

চলছে বরুণ ধওয়নের সঙ্গে কৃতির ‘ভেড়িয়া টু’র পরিকল্পনাও। একের পর এক বেশ বড় ব্যানারের ছবি কৃতির ঝুলিতে।


অন্যদিকে প্রযোজনার কাজও চালিয়ে যাচ্ছেন তিনি অক্টোবর এই তার প্রযোজনায় নেটফিক্স এ মুক্তি পেয়েছে “দো পাত্তি”।

News22online

News22online 7980852530

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *