News 22 Online

“পুষ্পা”র পূর্ণ মুক্তি

ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলেছে “পুষ্পা দ্য রুল”। সিকুয়েল ঘিরে এতটাই আগ্রহ তৈরি হয়েছে যে, সে ছবি মুক্তির ঠিক আগেই “পুস্পা দা রাইজ” ছবিটি পূর্ণ মুক্তির ঘোষণা করলেন নির্মাতারা।

চলতি সপ্তাহেই দেশজুড়ে রিলিজ করবে মূল ছবিটির হিন্দি ভার্সন।

সম্প্রতি মুক্তি পেয়েছে পুষ্পা টু’র ট্রেলার। পাটনায় সেই ট্রেগার লঞ্চ অনুষ্ঠানে প্রায় 2 লক্ষ লোকের জমায়েত হয়েছিল।

সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের সেই অনুষ্ঠানে ‘গ্রান্ড এন্ট্রি’ দেখার জন্য এতই ভিড় বেড়ে যায় যে পদপিষ্ট হয়ে দুর্ঘটনার ঘটার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ‘পুষ্পা’ আল্লুর ক্যারিয়ারের এ যাবত সর্বাধিক ব্যবসা করা ছবি।

দ্বিতীয় ছবিটি মুক্তির আগেই যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে সে ছবির বাণিজ্যিক সাফল্য নিয়েও আশাবাদী সকলে।

মুক্তি ঠিক আগে ২ ডিসেম্বর কলকাতায় আসার কথা ও আল্লুর। শহরে রোড শো করার পরিকল্পনা রয়েছে তাদের। সিকুয়ালেও রয়েছে রশ্মিকা মন্দানা, ফহাদ ফাসিল।

পুষ্পা টুর ট্রেলার

News22online

নিউজ টোয়েন্টি টু অনলাইন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *